Thursday, June 21, 2018

কিভাবে Adobe Indesign-এ কোটেশন (Quote) মার্ক দিবেন?


বই পাবলিশিং এবং ম্যাগাজিন পাবলিশিং এর জন্য লেখার ভিতর বিশেষ কোন গুরুত্বপূর্ণ বিষয় অথবা পাঠকের দৃষ্টি আকর্ষণের জন্য সাধারণত এই কোটেশন মার্ক এর ব্যবস্থা করা হয় বিধায় এই কোটেশন (Quote) মার্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ যে কোনো ভাবে এই কাজটি করা যায়৷

প্রথমত-
প্রথমে যে লেখাটি বড় কোটেশনের মাঝে নিতে হবে তা লিখতে হবে এবং লেখার পূর্বে ও পরে কোটেশন শুরু (“) ও শেষ মার্ক (”) দিতে হবে৷

সম্পূর্ণ প্যারাগ্রাফের লেখাটি সিলেক্ট করতে হবে৷ এরপর প্যারাগ্রাফ অপশন থেকে justify with last line aligned left অথবা justify all lines থেকে প্যারাগ্রাফটি সুন্দরভাবে সজ্জিত করা যেতে পারে অথবা যে কোনো ভাবে যেটা ভাল দেখায় তা করা যায়৷

সাধারণত কোটেশন মার্কের ভিতরের লেখার প্রথমে এবং শেষে মার্জিন একটু বেশি হয়৷ এর জন্য প্রথমে লেখার উপর ডাবল ক্লিক করতে হবে৷ তারপর উপরে ডান কোণায় অপশন এসেছে নিম্নের চিত্রের মত৷

এখান থেকে নিচের অপশনটি বাছাই করে তারপর যতটুকু ট্যাব বা ফাঁকা করার প্রয়োজন, করা যেতে পারে৷

শেষ কোটেশন মার্কটি যত বড় করলে ভাল লাগে তা করা যেতে পারে৷

এরপর নিম্নোক্ত অপশন থেকে লাইনের সমান আনতে হবে৷

ইচ্ছামত রং পরিবর্তন করলে করা যেতে পারে৷ character style থেকে create new style থেকে নতুন করে character style 1 তৈরি করতে হবে৷

উক্ত প্যারাগ্রাফ সিলেক্ট থাকা অবস্থায় প্যারাগ্রাফ স্টাইলে যেতে হবে৷ সেখানেও নতুন করে একই ভাবে প্যারাগ্রাফ স্টাইল তৈরি করতে হবে৷ এরপর নতুন তৈরিকৃত প্যারাগ্রাফ স্টাইলে রাইট বাটন ক্লিক করে নিতে হবে৷ এরপর edit paragraph style 1 ক্লিক করতে হবে৷ এরপর paragraph style option আসবে৷

তারপর GREP>New GREP style ২ বার ক্লিক করতে হবে৷ এরপর নতুন আসা অপশনের প্রথমটিতে apply style> character style 1 এবং to text>যা আছে তা মুছে ( “ ) প্রথম কোটেশন মার্ক দিতে হবে৷ এবং একই ভাবে  দ্বিতীয়টিতে apply style> character style 1 এবং to text>যা আছে তা মুছে ( ” ) শেষ কোটেশন মার্ক দিতে হবে৷

দ্বিতীয়ত-
প্রথম এবং শেষ কোটেশন মার্ক বড় করে নিম্নোক্ত অপশন থেকে ইচ্ছামত কমবেশী করলেও হবে৷

তৃতীয়ত-
প্রথম এবং শেষ কোটেশন মার্ক বড় করে টেক্সটবক্সে এনে দুইপাশে দেয়া যেতে পারে৷

চতুর্থত-
নিম্নোক্ত অপশন থেকেও বড় করে দেয়া যেতে পারে৷


এ বিষয়ে কোনো কিছু বুঝতে সমস্যা আমাদের “ফেসবুক পেজ”-এ ম্যাসেজ দিতে পারেন৷ ইনশা আল্লাহ, সাড়া দেওয়া হবে৷ 

Tuesday, June 12, 2018

কীভাবে অতিরিক্ত কোনো সফটওয়্যার ছাড়াই বাংলা টাইপ করবেন?

প্রথমে আপনাকে এই লিঙ্ক (https://drive.google.com/open?id=1_pejAwwKqbqbENZA65lEXWWhv4Si-9C9) থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে৷ এটি দিয়ে বিজয়ের মতই টাইপ করা যাবে৷ তবে ইউনিকোডে৷ ক্লাসিক সাপোর্ট করবেনা৷ তবে আপনি যদি Kalpurush Modified ফন্টটি ব্যবহার করেন, তাহলে আপনার লেখা স্ট্যান্ডার্ড হবে এবং আপনি সুতনি আর এই ফন্টেন লেখা আলাদা করতে পারবেন না৷ Windows XP/7/8/10 সব ভার্সনেই কাজ করবে৷ তবে একটু অভ্যাস পাল্টাতে হবে৷ া, ি, ী এবং যাবতীয় আকার-রশ্মিকার পরে দিতে হবে৷ যেমন- কে লিখতে আগে ক তারপর ে টাইপ করতে হবে এবং র্ব (রেফ) দিতে হলে আগে র্ লিখে বা Shift+A চাপার পর অক্ষরটি চাপলেই হবে৷

যেভাবে ইনস্টল করবেন-
১. ডাউনলোডকৃত ফাইলটি zip আর্কাইভে থাকায় তা unzip করে নিতে হবে৷ এরপর তার ভিতরে একটি setup ফাইল দেখতে পাবেন৷ তা সেটআপ বা ইনস্টল করতে হবে৷
২. এরপর উইন্ডোজের নিচে ডান পাশে যেখানে পিসির/কম্পিউটারের টাইম দেখা যায় তার বাম পাশে (অর্থাৎ Taskbar-এর ডান পাশে) EN লেখা দেখতে পাবেন৷ সেখানে চাপ দিন৷ দেখবেন একটা তালিকা এসেছে৷ সেখানে বাংলা/বিজয় লেখা আছে৷ সেখান থেকেই সিলেক্ট করে বিজয়ের মতই টাইপ করতে পারবেন৷
৩. (Windows 10 এর জন্য) যদি EN লেখার পরে চাপ দিলে বাংলা লেখার কোনো অপশন না আসে তাহলে EN লেখার পর চাপ দিয়ে Language Preferences এ ক্লিক করে>add language>বাংলা (ভারত)>বিজয় বাছাই করতে হবে৷ এরপরই ইউন্ডোজের নিচে EN লেখার পরে চাপ দিলে বাংলা লেখার জন্য অপশন পাবেন৷
৪. (Windows XP এর জন্য) যদি EN লেখা না থাকে তাহলে নিচে বারে (টাস্কবারে) মাউস পয়েন্ট নিয়ে মাউসের ডান বাটন চাপ দিতে হবে> এরপর Language bar দেখতে পাবেন> তারপর দেখুন বাংলা পান কিনা৷ যদি না আসে তাহলে Control Panel-এ যান>সেখান থেকে Language and Regional অপশনে গিয়ে Add Language অপশন পাবেন>সেখান থেকে বিজয় একেবারে নিচে পাবেন, Add করতে হবে৷

Alt+Shift চাপলে ইংরেজী-বাংলা-ইংরেজী কী-বোর্ড লেআউট পরিবর্তন হবে৷ (Windows 10-এর ক্ষেত্রে Windows Key+Spacebar চাপার মাধ্যমেও কী-বোর্ড লেআউট(ভাষা) পরিবর্তন করা যাবে৷)

এখানে লিখতে সুবিধা পাবেন৷ তবে মনে রাখতে হবে-
১. া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ সব অক্ষর টাইপের পরে দিতে হবে৷
২. রেফ ফলা অক্ষর টাইপের আগে দিতে হবে৷ যেমন- কর্ম লিখতে চাইলে ক+(রেফ ফলা [র্ এর মত দেখাবে])+ম
৩. কোনো অক্ষরের পরে ো-কার দিতে চাইলে অক্ষরটি চাপার পর G+X চাপতে পারেন অথবা আগে ে-কার এবং পরে া-কার দিতে পারেন৷ দুভাবেই করা যাবে৷
৪. বিজয় টাইপ করার সময় কী-বোর্ডের ইংরেজি যে অক্ষরে বাংলা যে অক্ষর আসে তা ঠিক থাকবে৷ এজন্য এখান থেকে “বিজয় গাইড”-টি দেখে আসতে পারেন৷
৫. র‍্যালি-এর র‍্য লিখতে র+(Shift+6)+্য(Shift+Z) লিখতে হবে৷
৬. যদি Kalpurush Modified ফন্টটি ব্যবহার করেন, তাহলে আপনার লেখা স্ট্যান্ডার্ড হবে এবং আপনি সুতনি আর এই ফন্টেন লেখা আলাদা করতে পারবেন না৷



এ কী-বোর্ডে একটা বিশেষ সুবিধা আছে৷ যদি কোনো বাক্যের মাঝে একটি কি দুটি ইংরেজি শব্দ থাকে তাহলে তার জন্য ভাষা পরিবর্তন করার প্রয়োজন নেই৷ এজন্য Spacebar-এর ডানপাশের Alt-কী চেপে ধরে ইংরেজি টাইপ করতে পারবেন৷

এ বিষয়ে কোনো কিছু বুঝতে সমস্যা আমাদের “ফেসবুক পেজ”-এ ম্যাসেজ দিতে পারেন৷ ইনশা আল্লাহ, সাড়া দেওয়া হবে৷ 

এছাড়াও Kalpurush Modified ফন্টটির বিশেষত্ব দেখতে পারেন- এই লিঙ্ক থেকে৷

বিজয় গাইড


ক-J
খ-SHIFT+J
গ-O
ঘ-SHIFT+O
ঙ-Q
চ-Y
ছ-SHIFT+Y
জ-U
ঝ- SHIFT+U
ঞ- SHIFT+I
ট-T
ঠ- SHIFT+T
ড-E
ঢ- SHIFT+E
ণ- SHIFT+B
ত–K
থ-SHIFT+K
দ–L
ধ–SHIFT+L
ন–B
প–R
ফ-SHIFT+R
ব–H
ভ-SHIFT+H
ম-M
য-W
র-V
ল-SHIFT+V
-H
শ-SHIFT+M
ষ-SHIFT+N
স-N
হ-I
ড়-P
ঢ়-SHIFT+P
য়-SHIFT+W
ৎ-\
ং-SHIFT+Q
ঃ-SHIFT+\
ঁ-SHIFT+7

অ- SHIFT+F
আ-G+F
ই-G+D
ঈ-G+D
উ-G+S
ঊ-G+S
ঋ-G+A
এ-G+C
ঐ-G+SHIFT+C
ও-X
ঔ-G+SHIFT+X
া-F
ি-D
ী-SHIFT+D
ু-S
ূ-SHIFT+S
ৃ-A
ে-C
ৈ-SHIFT+C
ো-C+F
ৌ-SHIFT+X
্-G
৷-SHIFT+G
[(র্ক) রেফ ফলা]-SHIFT+A
[(ব্র) র-ফলা]-Z
[(ন্য) য-ফলা]-SHIFT+Z


সংযুক্ত অক্ষরের ক্ষেত্রে দুটি অক্ষর একত্রে সংযুক্ত করতে তার মাঝে (্) এটি অর্থাৎ (G) দিতে হবে৷ যেমন-ন্ন=ন+্+ন=B+G+B, চ্ছ=চ+্+ছ=Y+G+(SHIFT+Y), ক্ষ=ক+্+ষ=J+G+SHIFT+N ইত্যাদি৷ এক্ষেত্রে আপনাকে বাংলা সংযুক্ত বানানের অক্ষরগুলি জানতে হবে৷ কোন কোন অক্ষর মিলে সংযুক্ত অক্ষর হয়েছে৷

সংযুক্ত অক্ষরের উদাহরণ সহ কয়েকটি দেওয়া হল-
শিক্ষক/পক্ষ-  ক্ষ=ক+্+ষ=J+G+(SHIFT+N)
পঞ্চম/অঞ্চল-  ঞ্চ=ঞ+্+চ=(SHIFT+I)+G+Y
গঞ্জ/মঞ্জুর-  ঞ্জ=ঞ+্+জ=(SHIFT+I)+G+U
বিজ্ঞান/প্রজ্ঞা-  জ্ঞ=জ+্+ঞ=(U+G+(SHIFT+I)

নিচের বাক্যটি টাইপ করলে যেভাবে হয়-
“আমি ইমান আনলাম আল্লাহর উপর৷ যিনি এক, তার কোনো শরীক নেই৷ এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল৷ আমি একজন মুসলিম৷”
কীবোর্ড থেকে- (SHIFT~)()GFMD(আমি) [SPACE(ফাঁকা)] GDMFB(ইমান) [SPACE(ফাঁকা)] GFB(SHIFT+V)FM(আনলাম) [SPACE(ফাঁকা)] GF(SHIFT+V)G(SHIFT+V)FIV(আল্লাহর) [SPACE(ফাঁকা)] GSRV(উপর) [SPACE(ফাঁকা)] (SHIFT+G)() [SPACE(ফাঁকা)] WDBD(যিনি) [SPACE(ফাঁকা)] GCJ(এক), [SPACE(ফাঁকা)] KFV(তার) [SPACE(ফাঁকা)] JCFBCF(কোনো) [SPACE(ফাঁকা)] MV(SHIFT+D)J(শরীক) [SPACE(ফাঁকা)] BCGD(নেই) (SHIFT+G) [SPACE(ফাঁকা)] GCH(SHIFT+Q)(এবং) [SPACE(ফাঁকা)] MSIFMGMFL(মুহাম্মাদ) [SPACE(ফাঁকা)] NF(SHIFT+V)G(SHIFT+V)F(SHIFT+V)G(SHIFT+V)FIS(সাল্লাল্লাহু) [SPACE(ফাঁকা)] GF(SHIFT+V)FGDID(আলাইহি) [SPACE(ফাঁকা)] X(SHIFT+W)FNF(SHIFT+V)G(SHIFT+V)FM(ওয়াসাল্লাম) [SPACE(ফাঁকা)] KFV(তার) [SPACE(ফাঁকা)] RZCVDK(প্রেরিত) [SPACE(ফাঁকা)] HFBGLF(বান্দা) [SPACE(ফাঁকা)] X(ও) [SPACE(ফাঁকা)] VFN(SHIFT+S)(SHIFT+V)(SHIFT+G)(রাসূল৷) [SPACE(ফাঁকা)] GFMD(আমি) [SPACE(ফাঁকা)] GCJUB(একজন) [SPACE(ফাঁকা)] MSN(SHIFT+V)DM(SHIFT+G)(SHIFT+”)(মুসলিম৷”)


ভুল ধরা পড়লে “আমাদের ফেসবুক পেজে” ম্যাসেজ দিবেন৷ বুঝতে সমস্যা হলেও “আমাদের ফেসবুক পেজে” যোগাযোগ করতে পারেন৷



Adobe illustrator-এ কিভাবে ছবি হিসাবে Export করতে হবে?


১. Adobe illustrator ওপেন করতে হবে ৷

২. এরপর মেনু থেকে File>New...>যে সাইজের পেপারে আর্ট করা হবে তা ইচ্ছামত বেছে নিতে হবে>কতগুলো পেজ/Artboard নিতে হবে তা দিয়ে Ok দিতে হবে৷
৩. মনের মত বা কাঙ্ক্ষিত আর্ট/ডিজাইন করতে হবে৷
বি:দ্র: কোনো প্রকার প্রাণির ছবি আঁকা থেকে বিরত থাকবেন৷ গ্রন্থের নামঃ সহীহ বুখারী (তাওহীদ)হাদিস নম্বরঃ [2225] ২২২৫. সাঈদ ইবনু আবুল হাসান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আববাস (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময়ে তাঁর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবূ আববস! আমি এমন ব্যক্তি যে, আমার জীবিকা হস্তশিল্পে। আমি এসব ছবি তৈরী করি। ইবনু আববাস (রাঃ) তাঁকে বলেন, (এ বিষয়ে) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি যা বলতে শুনেছি, তাই তোমাকে শোনাব। তাঁকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোন ছবি তৈরী করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। (এ কথা শুনে) লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনু আববাস (রাঃ) বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ না-ই ছাড়তে পার, তবে এ গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই, তা তৈরী করতে পার। আবূ আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহ.) বলেন, সাঈদ (রাঃ) বলেছেন, আমি নযর ইবনু আনাস (রাঃ) হতে শুনেছি তিনি বলেছেন, ইবনু আববাস (রাঃ) হাদীস বর্ণনা করার সময় আমি তার কাছে ছিলাম। ইমাম বুখারী (রহ.) আরো বলেন, সাঈদ ইবনু আবূ আরুবাহ (রহ.) একমাত্র এ হাদীসটি নযর ইবনু আনাস (রহ.) হতে শুনেছেন। (৫৯৬৩, ৭০৪২, মুসলিম ৩৭/২৬, হাঃ ২১১০, আহমাদ ২১৬২) (আধুনিক প্রকাশনীঃ ২০৬৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ২০৮৪)
হাদিসের মানঃ সহিহ (Sahih)  প্রাণির ছবি ছাড়াও গাছপাতা অথবা ক্যালিয়গ্রাফিক ডিজাইন, লেখা সহ যে কোনো আর্ট দিয়েই সৌন্দর্য্য ফুটিয়ে তোলা সম্ভব৷

৪. এরপর File>Export>যে ফরম্যাটে প্রয়োজন বেছে নিতে হবে (যেমন-jpg, png ইত্যাদি)৷ আর্ট বা ডিজাইন যদি যে পেজ নেয়া হয়েছে তার বাইরে চলে যায় এবং তাও যদি ছবি/যে কোনো ফরম্যাটে Export/সেভ/সংরক্ষণ করতে হয় তাহলে Save দিতে হবে৷ আর যদি শুধু যে পেজ/Artboard নেয়া হয়েছে তার ভিতরের অংশ সেভ করতে হয় তাহলে Use Artboards-এ টিক চিহ্ন দিতে হবে এবং যে আর্টবোর্ড সেভ করতে হবে তা দিতে হবে৷ এরপর Save দিতে হবে৷

৫. এছাড়াও File>Save for web & devices অপশন থেকেও ইচ্ছামত সাইজ নিয়ে JPG, PNG আকারে সেভ করা যায়৷


বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে Message দিতে পারেন৷

Monday, June 11, 2018

MS Word-এর কিছু ব্যাসিক কাজ ও শর্টকাট কী (Shortcut Key)


Open
(MS Word প্যাকেজ যদি আপনার পিসিতে ইনস্টল করা থাকে তাহলে) Windows-এর Start মেনু থেকে All program/All apps এর উপর মাউস নিলেই সামনে মেনু আসবে৷ এখান থেকে বাছাই করে Microsoft Office নামের ফাইলটি খুঁজুন৷ Microsoft Office-এর উপর আবার মাউস নিলে আপনি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি দেখতে পাবেন৷ সেখান থেকে MS Word-এ এক ক্লিক করুন৷ ওপেন হয়ে যাবে৷ আর অফিস Latest গুলো আপনি সরাসরি Start মেনু থেকে All program/All apps-এ গেলেই পাবেন৷ (ইনস্টল করা না থাকলে microsoft.com থেকে ডাউনলোড করে অথবা সিডি কিনে ইনস্টল করতে পারেন৷

কিছু গুরুত্বপূর্ণ Shortcut (শর্টকাট)-
কী-বোর্ডের Ctrl-কন্ট্রল, Alt-অল্টার, Esc-এস্কেপ/ইস্কিপ, একেবারে উপরের F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কী বলা হয়৷
নতুন ডকুমেন্ট তৈরি করতে (CTRL+N)
নতুন ডকুমেন্ট খুলতে (CTRL+O)
ডকুমেন্ট বন্ধ করতে (CTRL+W)
ডকুমেন্ট সেভ করতে (CTRL+S)
ডকুমেন্টে খুঁজতে (CTRL+F)
কাট করতে CTRL+X
পূর্বের কাজে ফিরে যেতে CTRL+Z
কপি করতে CTRL+C
পেস্ট করতে CTRL+V
ফরমেটিং কপি করতে CTRL+SHIFT+C
ফরমেটিং পেস্ট করতে CTRL+SHIFT+V
ফন্ট ডায়লগ বক্স ওপেন করতে CTRL+SHIFT+F
ফন্ট বড় সাইজ করতে CTRL+SHIFT+>
ফন্ট ছোট সাইজ করতে CTRL+SHIFT+<
ফন্ট এক পয়েন্ট বড় করতে CTRL+]
ফন্ট এক পয়েন্ট ছোট করতে CTRL+[
ফন্ট ডায়লগ বক্স ওপেন করতে CTRL+D
ফন্ট মোটা (বোল্ড) করতে CTRL+B
আন্ডারলাইন (নিচে দাগ) দিতে CTRL+U
স্পেস ব্যতিত আন্ডারলাইন দিতে CTRL+SHIFT+W
ডাবল আন্ডারলাইন দিতে CTRL+SHIFT+D
লেখা/ফন্ট বাকা (ইটালিক) করতে  CTRL+I
প্রিন্ট করতে CTRL+P



এছাড়াও বিস্তারিত আরও কীবোর্ড শর্টকাট পাওয়া যাবে অফিস হেল্প অপশনে৷


এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় ফেসবুক পেজে ম্যাসেজ দিতে পারেন৷ রিপ্লাই দেওয়া হবে৷ ইনশা আল্লাহ৷


facebook.com/electronworkplace-পেজ থেকে কি কি সুবিধা পাবেন? কি কি কাজ করাতে পারবেন? ম্যাসেজ দিয়ে জানুন৷

Sunday, June 10, 2018

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের পর পরিপূর্ণভাবে দরুদ ও সালাম লিখা

কিভাবে টাইপ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের পর পরিপূর্ণভাবে দরুদ ও সালাম লিখা যাবে?

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম লিখার সময় পরিপূর্ণভাবে দরুদ ও সালাম লিখতে হবে৷.... অনেকে দরুদ হিসেবে সংক্ষেপে দ., স., সাঃ ইত্যাদি লিখেন৷.... ইমাম সাখাবী রহ. এদেরকে অলস ও জাহেল বলেছেন৷ [বিস্তারিত দেখুন ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি.-এর “এহইয়াউস সুনান” গ্রন্থের ‘দরুদ পাঠের সুন্নাতসমূহ’ শিরোনামে]”
আসসালামু আলাইকুম,
এই পোস্টটি যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রিন্টের ক্ষেত্রে বিস্তারিত করে লিখতে চান, রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু বিস্তারিত লিখতে চান এবং প্রশ্নপত্রের জন্য বৃত্তের ভিতরে ক, খ, গ, ঘ লিখতে চান তাদের জন্য৷

তবে এক্ষেত্রে দুটো বিষয়৷ তা হল বাংলা লেখার জন্য পদ্ধতি দুটো-
১. ইউনিকোড/Unicode/UTF-8/বিজয় ইউনিকোড/নিকশব্যান(NikoshBAN)/অভ্র (এ পদ্ধতিতে ইন্টারনেট ব্রাউজারে বাংলা লিখতে পারবেন৷)

এবং ২. ANSI/ক্লাসিক/বিজয় ক্লাসিক/সুতনিএমজে(SutonnyMJ) (এ পদ্ধতিতে ইন্টারনেট ব্রাউজারে বাংলা লিখতে পারবেন না৷)


১ম পদ্ধতি
অর্থাৎ ইউনিকোড/Unicode/UTF-8/বিজয় ইউনিকোড/নিকশব্যান(NikoshBAN)/অভ্র-এরজন্য যা করতে হবে-
১. প্রথমে আপনাকে KalpurushModified ফন্টটি ডাউনলোড করতে হবে৷
২. ফাইলটি zip ফাইল আকারে থাকায় আপনাকে ডাউনলোডকৃত ফাইলটিকে unzip করতে হবে৷
৩. Kalpurush Modified এর চারটি ফন্টের ফন্ট প্যাকেজ পাবেন৷ আপনাকে চারটি ফন্টই ইনস্টল করতে হবে৷
৪. এরপর টাইপের সময় আপনাকে Kalpurush Modified ফন্টটি সিলেক্ট করতে হবে৷
৫. এরপর চিত্রের মত লিখতে নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে-
  • ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- সা+্+ঃ= সা্ঃ৷
  • ‘রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- রা+্+ঃ= রা্ঃ৷
  • ‘রাদিয়াল্লাহু তা’য়ালা আনহা’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- রা+্+ং= রা্ং৷
  • ‘বৃত্তের ভিতরে ক’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- ক+্+ঃ= ক্ঃ৷
  • ‘বৃত্তের ভিতরে খ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- খ+্+ঃ= খ্ঃ৷
  • ‘বৃত্তের ভিতরে গ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- গ+্+ঃ= গ্ঃ৷
  • ‘বৃত্তের ভিতরে ঘ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- ঘ+্+ঃ= ঘ্ঃ৷



৬. এভাবে লিখলে আপনি চিত্রের মত লেখা স্বয়ংক্রিয়ভাবে দেখতে পাবেন৷

বিঃদ্রঃ মাইক্রোসফট অফিস (Microsoft Office) ব্যবহার করলে উপরোক্ত ধাপের এ পদ্ধতিতে ঠিকমত কাজ করবে তবে অন্যান্য সকল সফটওয়্যারে এভাবে কাজ করবে না৷ অন্যান্য সফটওয়ারে (যেমন-Adobe Illustrator, Adobe InDesign-এ) Type>Glyphs থেকে ইনসার্ট করে আনতে পারবেন৷

Adobe Illustrator, Adobe InDesign-এর জন্য সংক্ষিপ্ত ধাপ-
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লিখতে রসূল লেখার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লেখা আনতে Adobe Illustrator ওপেন করার পর উপরের মেনু থেকে Type>Glyphs>নিচের থেকে ফন্ট Kalpurush Modified বাছাই করে নিয়ে>একেবারে নিচে পাবেন আপনার কাঙ্ক্ষিত লেখা৷

২য় পদ্ধতি
অর্থাৎ ANSI/ক্লাসিক/বিজয় ক্লাসিক/সুতনিএমজে(SutonnyMJ) এর জন্য যা করতে হবে-

[উপরে Tick.ttf ফন্টটির ভিউ দেওয়া আছে]

১. প্রথমে Tick.ttf  ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে৷
২. এরপর Microsoft Office এর ক্ষেত্রে মেনুর Insert>Symbol থেকে Tick ফন্টটি বাছাই করে নিয়ে উপরোক্ত সিম্বল পাবেন৷
৩. Adobe Illustrator, Adobe InDesign-এর জন্য মেনুর Type>Glyphs থেকে Tick ফন্টটি বাছাই করে নিয়ে উপরোক্ত সিম্বল পাবেন৷

এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় ফেসবুক পেজে ম্যাসেজ দিতে পারেন৷ রিপ্লাই দেওয়া হবে৷ ইনশা আল্লাহ৷

facebook.com/electronworkplace-পেজ থেকে কি কি সুবিধা পাবেন? কি কি কাজ করাতে পারবেন? ম্যাসেজ দিয়ে জানুন৷