Tuesday, June 12, 2018

কীভাবে অতিরিক্ত কোনো সফটওয়্যার ছাড়াই বাংলা টাইপ করবেন?

প্রথমে আপনাকে এই লিঙ্ক (https://drive.google.com/open?id=1_pejAwwKqbqbENZA65lEXWWhv4Si-9C9) থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে৷ এটি দিয়ে বিজয়ের মতই টাইপ করা যাবে৷ তবে ইউনিকোডে৷ ক্লাসিক সাপোর্ট করবেনা৷ তবে আপনি যদি Kalpurush Modified ফন্টটি ব্যবহার করেন, তাহলে আপনার লেখা স্ট্যান্ডার্ড হবে এবং আপনি সুতনি আর এই ফন্টেন লেখা আলাদা করতে পারবেন না৷ Windows XP/7/8/10 সব ভার্সনেই কাজ করবে৷ তবে একটু অভ্যাস পাল্টাতে হবে৷ া, ি, ী এবং যাবতীয় আকার-রশ্মিকার পরে দিতে হবে৷ যেমন- কে লিখতে আগে ক তারপর ে টাইপ করতে হবে এবং র্ব (রেফ) দিতে হলে আগে র্ লিখে বা Shift+A চাপার পর অক্ষরটি চাপলেই হবে৷

যেভাবে ইনস্টল করবেন-
১. ডাউনলোডকৃত ফাইলটি zip আর্কাইভে থাকায় তা unzip করে নিতে হবে৷ এরপর তার ভিতরে একটি setup ফাইল দেখতে পাবেন৷ তা সেটআপ বা ইনস্টল করতে হবে৷
২. এরপর উইন্ডোজের নিচে ডান পাশে যেখানে পিসির/কম্পিউটারের টাইম দেখা যায় তার বাম পাশে (অর্থাৎ Taskbar-এর ডান পাশে) EN লেখা দেখতে পাবেন৷ সেখানে চাপ দিন৷ দেখবেন একটা তালিকা এসেছে৷ সেখানে বাংলা/বিজয় লেখা আছে৷ সেখান থেকেই সিলেক্ট করে বিজয়ের মতই টাইপ করতে পারবেন৷
৩. (Windows 10 এর জন্য) যদি EN লেখার পরে চাপ দিলে বাংলা লেখার কোনো অপশন না আসে তাহলে EN লেখার পর চাপ দিয়ে Language Preferences এ ক্লিক করে>add language>বাংলা (ভারত)>বিজয় বাছাই করতে হবে৷ এরপরই ইউন্ডোজের নিচে EN লেখার পরে চাপ দিলে বাংলা লেখার জন্য অপশন পাবেন৷
৪. (Windows XP এর জন্য) যদি EN লেখা না থাকে তাহলে নিচে বারে (টাস্কবারে) মাউস পয়েন্ট নিয়ে মাউসের ডান বাটন চাপ দিতে হবে> এরপর Language bar দেখতে পাবেন> তারপর দেখুন বাংলা পান কিনা৷ যদি না আসে তাহলে Control Panel-এ যান>সেখান থেকে Language and Regional অপশনে গিয়ে Add Language অপশন পাবেন>সেখান থেকে বিজয় একেবারে নিচে পাবেন, Add করতে হবে৷

Alt+Shift চাপলে ইংরেজী-বাংলা-ইংরেজী কী-বোর্ড লেআউট পরিবর্তন হবে৷ (Windows 10-এর ক্ষেত্রে Windows Key+Spacebar চাপার মাধ্যমেও কী-বোর্ড লেআউট(ভাষা) পরিবর্তন করা যাবে৷)

এখানে লিখতে সুবিধা পাবেন৷ তবে মনে রাখতে হবে-
১. া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ সব অক্ষর টাইপের পরে দিতে হবে৷
২. রেফ ফলা অক্ষর টাইপের আগে দিতে হবে৷ যেমন- কর্ম লিখতে চাইলে ক+(রেফ ফলা [র্ এর মত দেখাবে])+ম
৩. কোনো অক্ষরের পরে ো-কার দিতে চাইলে অক্ষরটি চাপার পর G+X চাপতে পারেন অথবা আগে ে-কার এবং পরে া-কার দিতে পারেন৷ দুভাবেই করা যাবে৷
৪. বিজয় টাইপ করার সময় কী-বোর্ডের ইংরেজি যে অক্ষরে বাংলা যে অক্ষর আসে তা ঠিক থাকবে৷ এজন্য এখান থেকে “বিজয় গাইড”-টি দেখে আসতে পারেন৷
৫. র‍্যালি-এর র‍্য লিখতে র+(Shift+6)+্য(Shift+Z) লিখতে হবে৷
৬. যদি Kalpurush Modified ফন্টটি ব্যবহার করেন, তাহলে আপনার লেখা স্ট্যান্ডার্ড হবে এবং আপনি সুতনি আর এই ফন্টেন লেখা আলাদা করতে পারবেন না৷



এ কী-বোর্ডে একটা বিশেষ সুবিধা আছে৷ যদি কোনো বাক্যের মাঝে একটি কি দুটি ইংরেজি শব্দ থাকে তাহলে তার জন্য ভাষা পরিবর্তন করার প্রয়োজন নেই৷ এজন্য Spacebar-এর ডানপাশের Alt-কী চেপে ধরে ইংরেজি টাইপ করতে পারবেন৷

এ বিষয়ে কোনো কিছু বুঝতে সমস্যা আমাদের “ফেসবুক পেজ”-এ ম্যাসেজ দিতে পারেন৷ ইনশা আল্লাহ, সাড়া দেওয়া হবে৷ 

এছাড়াও Kalpurush Modified ফন্টটির বিশেষত্ব দেখতে পারেন- এই লিঙ্ক থেকে৷

No comments:

Post a Comment