Tuesday, June 12, 2018

Adobe illustrator-এ কিভাবে ছবি হিসাবে Export করতে হবে?


১. Adobe illustrator ওপেন করতে হবে ৷

২. এরপর মেনু থেকে File>New...>যে সাইজের পেপারে আর্ট করা হবে তা ইচ্ছামত বেছে নিতে হবে>কতগুলো পেজ/Artboard নিতে হবে তা দিয়ে Ok দিতে হবে৷
৩. মনের মত বা কাঙ্ক্ষিত আর্ট/ডিজাইন করতে হবে৷
বি:দ্র: কোনো প্রকার প্রাণির ছবি আঁকা থেকে বিরত থাকবেন৷ গ্রন্থের নামঃ সহীহ বুখারী (তাওহীদ)হাদিস নম্বরঃ [2225] ২২২৫. সাঈদ ইবনু আবুল হাসান (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আববাস (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময়ে তাঁর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবূ আববস! আমি এমন ব্যক্তি যে, আমার জীবিকা হস্তশিল্পে। আমি এসব ছবি তৈরী করি। ইবনু আববাস (রাঃ) তাঁকে বলেন, (এ বিষয়ে) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে আমি যা বলতে শুনেছি, তাই তোমাকে শোনাব। তাঁকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোন ছবি তৈরী করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। (এ কথা শুনে) লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনু আববাস (রাঃ) বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ না-ই ছাড়তে পার, তবে এ গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই, তা তৈরী করতে পার। আবূ আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহ.) বলেন, সাঈদ (রাঃ) বলেছেন, আমি নযর ইবনু আনাস (রাঃ) হতে শুনেছি তিনি বলেছেন, ইবনু আববাস (রাঃ) হাদীস বর্ণনা করার সময় আমি তার কাছে ছিলাম। ইমাম বুখারী (রহ.) আরো বলেন, সাঈদ ইবনু আবূ আরুবাহ (রহ.) একমাত্র এ হাদীসটি নযর ইবনু আনাস (রহ.) হতে শুনেছেন। (৫৯৬৩, ৭০৪২, মুসলিম ৩৭/২৬, হাঃ ২১১০, আহমাদ ২১৬২) (আধুনিক প্রকাশনীঃ ২০৬৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ২০৮৪)
হাদিসের মানঃ সহিহ (Sahih)  প্রাণির ছবি ছাড়াও গাছপাতা অথবা ক্যালিয়গ্রাফিক ডিজাইন, লেখা সহ যে কোনো আর্ট দিয়েই সৌন্দর্য্য ফুটিয়ে তোলা সম্ভব৷

৪. এরপর File>Export>যে ফরম্যাটে প্রয়োজন বেছে নিতে হবে (যেমন-jpg, png ইত্যাদি)৷ আর্ট বা ডিজাইন যদি যে পেজ নেয়া হয়েছে তার বাইরে চলে যায় এবং তাও যদি ছবি/যে কোনো ফরম্যাটে Export/সেভ/সংরক্ষণ করতে হয় তাহলে Save দিতে হবে৷ আর যদি শুধু যে পেজ/Artboard নেয়া হয়েছে তার ভিতরের অংশ সেভ করতে হয় তাহলে Use Artboards-এ টিক চিহ্ন দিতে হবে এবং যে আর্টবোর্ড সেভ করতে হবে তা দিতে হবে৷ এরপর Save দিতে হবে৷

৫. এছাড়াও File>Save for web & devices অপশন থেকেও ইচ্ছামত সাইজ নিয়ে JPG, PNG আকারে সেভ করা যায়৷


বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে Message দিতে পারেন৷

No comments:

Post a Comment