Monday, June 11, 2018

MS Word-এর কিছু ব্যাসিক কাজ ও শর্টকাট কী (Shortcut Key)


Open
(MS Word প্যাকেজ যদি আপনার পিসিতে ইনস্টল করা থাকে তাহলে) Windows-এর Start মেনু থেকে All program/All apps এর উপর মাউস নিলেই সামনে মেনু আসবে৷ এখান থেকে বাছাই করে Microsoft Office নামের ফাইলটি খুঁজুন৷ Microsoft Office-এর উপর আবার মাউস নিলে আপনি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি দেখতে পাবেন৷ সেখান থেকে MS Word-এ এক ক্লিক করুন৷ ওপেন হয়ে যাবে৷ আর অফিস Latest গুলো আপনি সরাসরি Start মেনু থেকে All program/All apps-এ গেলেই পাবেন৷ (ইনস্টল করা না থাকলে microsoft.com থেকে ডাউনলোড করে অথবা সিডি কিনে ইনস্টল করতে পারেন৷

কিছু গুরুত্বপূর্ণ Shortcut (শর্টকাট)-
কী-বোর্ডের Ctrl-কন্ট্রল, Alt-অল্টার, Esc-এস্কেপ/ইস্কিপ, একেবারে উপরের F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কী বলা হয়৷
নতুন ডকুমেন্ট তৈরি করতে (CTRL+N)
নতুন ডকুমেন্ট খুলতে (CTRL+O)
ডকুমেন্ট বন্ধ করতে (CTRL+W)
ডকুমেন্ট সেভ করতে (CTRL+S)
ডকুমেন্টে খুঁজতে (CTRL+F)
কাট করতে CTRL+X
পূর্বের কাজে ফিরে যেতে CTRL+Z
কপি করতে CTRL+C
পেস্ট করতে CTRL+V
ফরমেটিং কপি করতে CTRL+SHIFT+C
ফরমেটিং পেস্ট করতে CTRL+SHIFT+V
ফন্ট ডায়লগ বক্স ওপেন করতে CTRL+SHIFT+F
ফন্ট বড় সাইজ করতে CTRL+SHIFT+>
ফন্ট ছোট সাইজ করতে CTRL+SHIFT+<
ফন্ট এক পয়েন্ট বড় করতে CTRL+]
ফন্ট এক পয়েন্ট ছোট করতে CTRL+[
ফন্ট ডায়লগ বক্স ওপেন করতে CTRL+D
ফন্ট মোটা (বোল্ড) করতে CTRL+B
আন্ডারলাইন (নিচে দাগ) দিতে CTRL+U
স্পেস ব্যতিত আন্ডারলাইন দিতে CTRL+SHIFT+W
ডাবল আন্ডারলাইন দিতে CTRL+SHIFT+D
লেখা/ফন্ট বাকা (ইটালিক) করতে  CTRL+I
প্রিন্ট করতে CTRL+P



এছাড়াও বিস্তারিত আরও কীবোর্ড শর্টকাট পাওয়া যাবে অফিস হেল্প অপশনে৷


এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় ফেসবুক পেজে ম্যাসেজ দিতে পারেন৷ রিপ্লাই দেওয়া হবে৷ ইনশা আল্লাহ৷


facebook.com/electronworkplace-পেজ থেকে কি কি সুবিধা পাবেন? কি কি কাজ করাতে পারবেন? ম্যাসেজ দিয়ে জানুন৷

No comments:

Post a Comment