কিভাবে টাইপ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের পর পরিপূর্ণভাবে দরুদ ও সালাম লিখা যাবে?
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম লিখার সময় পরিপূর্ণভাবে দরুদ ও সালাম লিখতে হবে৷.... অনেকে দরুদ হিসেবে সংক্ষেপে দ., স., সাঃ ইত্যাদি লিখেন৷.... ইমাম সাখাবী রহ. এদেরকে অলস ও জাহেল বলেছেন৷ [বিস্তারিত দেখুন ড. আ ন ম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি.-এর “এহইয়াউস সুনান” গ্রন্থের ‘দরুদ পাঠের সুন্নাতসমূহ’ শিরোনামে]”
আসসালামু আলাইকুম,
এই পোস্টটি যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রিন্টের
ক্ষেত্রে বিস্তারিত করে লিখতে চান, রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু বিস্তারিত লিখতে চান
এবং প্রশ্নপত্রের জন্য বৃত্তের ভিতরে ক, খ, গ, ঘ লিখতে চান তাদের জন্য৷
তবে এক্ষেত্রে দুটো বিষয়৷ তা হল বাংলা লেখার জন্য পদ্ধতি
দুটো-
১. ইউনিকোড/Unicode/UTF-8/বিজয় ইউনিকোড/নিকশব্যান(NikoshBAN)/অভ্র (এ
পদ্ধতিতে ইন্টারনেট ব্রাউজারে বাংলা লিখতে পারবেন৷)
এবং ২. ANSI/ক্লাসিক/বিজয় ক্লাসিক/সুতনিএমজে(SutonnyMJ) (এ পদ্ধতিতে
ইন্টারনেট ব্রাউজারে বাংলা লিখতে পারবেন না৷)
১ম পদ্ধতি
অর্থাৎ ইউনিকোড/Unicode/UTF-8/বিজয়
ইউনিকোড/নিকশব্যান(NikoshBAN)/অভ্র-এরজন্য
যা করতে হবে-
২. ফাইলটি zip ফাইল আকারে থাকায় আপনাকে ডাউনলোডকৃত ফাইলটিকে
unzip করতে হবে৷
৩. Kalpurush Modified এর চারটি
ফন্টের ফন্ট প্যাকেজ পাবেন৷ আপনাকে চারটি ফন্টই ইনস্টল করতে হবে৷
৪. এরপর টাইপের সময় আপনাকে Kalpurush Modified ফন্টটি
সিলেক্ট করতে হবে৷
৫. এরপর চিত্রের মত লিখতে নিচের নির্দেশনা অনুসরণ করতে হবে-
- ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- সা+্+ঃ= সা্ঃ৷
- ‘রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- রা+্+ঃ= রা্ঃ৷
- ‘রাদিয়াল্লাহু তা’য়ালা আনহা’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- রা+্+ং= রা্ং৷
- ‘বৃত্তের ভিতরে ক’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- ক+্+ঃ= ক্ঃ৷
- ‘বৃত্তের ভিতরে খ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- খ+্+ঃ= খ্ঃ৷
- ‘বৃত্তের ভিতরে গ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- গ+্+ঃ= গ্ঃ৷
- ‘বৃত্তের ভিতরে ঘ’ লিখতে আপনাকে কীবোর্ডে টাইপ করতে হবে- ঘ+্+ঃ= ঘ্ঃ৷
৬. এভাবে লিখলে আপনি চিত্রের মত লেখা স্বয়ংক্রিয়ভাবে দেখতে
পাবেন৷
বিঃদ্রঃ মাইক্রোসফট অফিস (Microsoft Office) ব্যবহার করলে
উপরোক্ত ধাপের এ পদ্ধতিতে ঠিকমত কাজ করবে তবে অন্যান্য সকল সফটওয়্যারে এভাবে কাজ
করবে না৷ অন্যান্য সফটওয়ারে (যেমন-Adobe Illustrator, Adobe
InDesign-এ) Type>Glyphs থেকে ইনসার্ট
করে আনতে পারবেন৷
Adobe Illustrator, Adobe InDesign-এর
জন্য সংক্ষিপ্ত ধাপ-
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লিখতে রসূল
লেখার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লেখা আনতে Adobe
Illustrator ওপেন করার পর উপরের মেনু থেকে Type>Glyphs>নিচের থেকে
ফন্ট Kalpurush Modified বাছাই করে
নিয়ে>একেবারে নিচে পাবেন আপনার কাঙ্ক্ষিত লেখা৷
২য় পদ্ধতি
অর্থাৎ ANSI/ক্লাসিক/বিজয় ক্লাসিক/সুতনিএমজে(SutonnyMJ) এর জন্য যা
করতে হবে-
[উপরে Tick.ttf ফন্টটির ভিউ দেওয়া আছে]
২. এরপর Microsoft Office এর ক্ষেত্রে মেনুর Insert>Symbol থেকে
Tick ফন্টটি বাছাই করে নিয়ে উপরোক্ত সিম্বল পাবেন৷
৩. Adobe Illustrator, Adobe
InDesign-এর জন্য মেনুর Type>Glyphs থেকে
Tick ফন্টটি বাছাই করে নিয়ে উপরোক্ত সিম্বল পাবেন৷
এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় ফেসবুক পেজে ম্যাসেজ
দিতে পারেন৷ রিপ্লাই দেওয়া হবে৷ ইনশা আল্লাহ৷
facebook.com/electronworkplace-পেজ থেকে কি কি
সুবিধা পাবেন? কি কি কাজ করাতে পারবেন? ম্যাসেজ দিয়ে জানুন৷
অনেক অনেক শুকরিয়া।
ReplyDeleteআলহামদুলিল্লাহ
Deleteধন্যবাদ বললেও অনেক অনেক অনেক কম বলে হবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
ReplyDeleteযাজাকাল্লাহ
DeleteTick.ttf font তো ডাউনলোড করতে পারছি না। অর্থাৎ গুগলে পাচ্ছি না। দয়া করে হেল্প করুন।
ReplyDeletehttps://drive.google.com/open?id=1olz78Vmc9e4t1ZJoFA4QlmIzOjMPV8Pa এই লিঙ্কে গেলে পাবেন ইনশা আল্লাহ।
Deleteঅসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
ReplyDeleteজাযাকুমুল্লাহ খাইরান।
ReplyDeleteশুকরিয়া
ReplyDeleteজাযাকাল্লাহু আহসানাল জাযা
ReplyDeleteআলাইহিস সালাম এর স্যাম্বল কোথায় পাবো?
ReplyDeleteএটা এই ফন্টে নেই। তবে এখন এই সিম্বলের থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিয়াল্লাহু তা'য়ালা আনহু, আলাইহিস সালাম, রাহিমাহুল্লাহ বিস্তারিত লেখা ভালো। কারণ সাধারণ মানুষ সংক্ষিপ্ত লেখার কারণে আঃ, সাঃ, রাঃ, রঃ মানে বুঝেনা। তাই আমিও কোথাও লিখলে বিস্তারিত লেখার চেষ্টা করি।
Deleteঅনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা ফিদ দুনয়া ওয়াল আখিরাহ
ReplyDeleteআলহামদুলিল্লাহ, অনেক অনেক উপকার হলো ভাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমীন!
ReplyDelete